Shopno Venge Churmar Ft. Reshmi Mirza & Meer Masum | স্বপ্ন ভেঙ্গে চুরমার | Bangla Music Video 2018. Lyrics: Zulfikar Zahedi

2018-05-30 6

জুলফিকার জাহেদীর কথা ও সুরে, মীর মাসুমের সঙ্গীতায়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ জাহারা মিতু।
‘ঘুম ভাঙ্গে ভাঙ্গা কাচে/ভাঙ্গা বুকে স্বপ্ন নাচে/খোদা দিলো, খোদা নিলো, জলন্ত জখম দুচোখে তার/স্বপ্ন ভেঙ্গে চুরমার’

Song: Shopno Venge Churmar
Singer: Reshmi Mirza & Meer Masum
Lyricist: Zulfikar Zahedi
Composer: Meer Masum
Audio: Gayenbari
Starting: Zahara Mitu
Casting: Shadman Afsar Khan, Nishita Nowrin, Addrian Zahedi & Samia Habib
DOP: Kawsar Ahmed
Direction: Zulfikar Zahedi
Media Partner: Somoy TV
Radio Partner: Radio Capital 94.8

‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’
কথা : জুলফিকার জাহেদী
কম্পোজ: মির মাসুম
অডিও: গায়েনবাড়ি
শিল্পী: রেশমী মির্জা ও মির মাসুম
মডেল: জাহারা মিতু
অভিনয়: সামিয়া হাবিব, আফসার খান, সাদমান ও আদ্রিয়ান

পাওয়ার ভয়েস খ্যাত সংগীতশিল্পী রেশমি মির্জা। সংগীতনির্ভর রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এরপর ‘রেশমি ও মাটি’ নামে একটি ব্যান্ডদল তৈরি করেন তিনি। বর্তমানে মিউজিক ভিডিও, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন
গান প্রসঙ্গে রেশমি বলেন, ‘লোকগান করলেও আধুনিক গানের প্রতিও আলাদা একটা টান আছে। জুলফিকার ভাইয়ের গানটি শোনার পরই মনে ধরে যায়। আধুনিক হলেও কথা-সুর-সংগীতায়োজনের ক্ষেত্রে তারা আমার কণ্ঠের বিষয়টি মাথায় রেখেছেন। গাওয়ার অভিজ্ঞতাও চমৎকার। ঘণ্টা দেড়েকের মধ্যে পুরো ভয়েস দিয়েছি।সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।